অজানার সন্ধানে....

যেভাবে আপনার Android মোবাইলে Wi-Fi Connect করে ইন্টারনেট ব্যবহার করবেন

ওয়াইফাই কি?

bloggerarosh
ওয়াইফাই হচ্ছে এমন একটি টেকনোলজি যার মাধ্যমে যেকোনো ইলেকট্রনিক ডিভাইসের সাথে বিনা তারেই ডাটা এক্সচেঞ্জ করা যায়, দ্য  Wifi এলিয়েন্স এর মত অনুযায়ী ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক WLAN। সাধারণত ওয়াইফাই ব্যবহার করা হয় ইন্টারনেট কানেকশন শেয়ার করার জন্যই।

আন্ড্রয়েড মোবাইলে ওয়াইফাই সেটিং করবো কি ভাবে?

Wi-Fi Connect করার জন্য আপনাকে মোবাইলের সেটিং আপ্লিকেশনটি চালু করে Wi-Fi অপশনটি চালূ করতে হবে। Wi-Fi চালু করলে নীচে ওয়াইফাই নেটওয়ার্ক নেইম দেখতে পাবেন ( অবশ্যই আপনাকে ওয়াইফাই নেটওয়ার্ক এরিয়াতে থাকতে হবে )। এখন কানেক্ট করার জন্য নামটির উপরে ক্লিক করুন, ওয়াইফাই নেটওয়ার্ক পাবলিশ থাকলে কানেক্ট হয়ে যাবে। কিন্তু বেশির ভাগ জায়গাতে ওয়াইফাই নেটওয়ার্কে সিকিউরিটি কোড দেয়া থাকে তাই কানেক্ট করার আগে আপনাকে নেটওয়ার্কের সিকিউরিটি কোডটি জানতে হবে!!
এবং সিকিউরিটি কোডটি লিখে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে।

Post a Comment

0 Comments